Hero Image

2023-24 বছরে ফুলে ফেঁপে উঠল মোদী সরকারের কোষাগার, প্রত্যক্ষ কর বাবদ আয় প্রায় 20 লাখ কোটি

আবারও ডিরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর বাবদ আয়ে রেকর্ড গড়ল মোদী সরকার। বলা যেতে পারে, গত আর্থিক বছরে কেন্দ্রের কোষাগার ভরে দিয়েছে আয়করদাতারা। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, 2023- 24 আর্থিক বছরে রেকর্ড পরিমাণে ডিরেক্ট ট্যাক্স আদায় করা হয়েছে। রিপোর্ট মোতাবেক, দেশের নেট প্রত্যক্ষ কর সংগ্রহ বছরে 17.7 শতাংশ বেড়ে মার্চের শেষ পর্যন্ত 19.58 লাখ কোটি টাকা হয়েছে।
রবিবার কেন্দ্র জানিয়েছে, এই পরিমাণ অনুমানের চেয়ে অনেকটা বেশি। 2023-24 সালে আয়কর এবং কর্পোরেট কর সংগ্রহ বাজেট অনুমানের চেয়ে 1.35 লাখ কোটি টাকা বা 7.40 শতাংশ বেশি। এছাড়াও, সংশোধিত অনুমানের চেয়ে এই পরিমাণ 13,000 কোটি টাকা বেশি। সরকারি তথ্য অনুসারে, 2023-24 অর্থবছরে মোট প্রত্যক্ষ কর সংগ্রহ (অস্থায়ী) 18.48 শতাংশ বেড়ে 23.37 লাখ কোটি টাকা হয়েছে। রিফান্ডের পর নেট আয় 17.7 শতাংশ বেড়ে 19.58 লাখ কোটি টাকা হয়েছে।বিশেষজ্ঞদের মতে, প্রত্যক্ষ কর সংগ্রহের পরিসংখ্যান অর্থনীতির উত্থান এবং ব্যক্তি ও কর্পোরেটদের আয় বৃদ্ধিকে প্রতিফলিত করে।
CBDT -এর তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, 2023-24 আর্থিক বছরে মোট লাখ কোটি টাকা রিটার্ন দেওয়া হয়েছে। 2023-24 অর্থবছরে মোট কর্পোরেট কর সংগ্রহ (অস্থায়ী) গত বছরের 10 লাখ কোটি টাকার তুলনায় 13.06 শতাংশ বেড়ে 11.32 লাখ কোটি টাকা হয়েছে। 2023-24 অর্থবছরে নেট কর্পোরেট কর সংগ্রহ (অস্থায়ী) হয়েছে 9.11 লাখ কোটি টাকা। যা গত বছরের 8.26 লাখ কোটি টাকার থেকে 10.26 শতাংশ বেশি৷ পর্যালোচনাধীন সময়কালে সিকিউরিটিজ লেনদেন কর (অস্থায়ী) সহ মোট ব্যক্তিগত আয়কর সংগ্রহ দাঁড়িয়েছে 12.01 লাখ কোটি টাকা।
যা গত বছরের 9.67 লাখ কোটি টাকার সংগ্রহের চেয়ে 24.26 শতাংশ বেশি। প্রত্যক্ষ কর কাকে বলে?সরকার সাধারণত 2 ভাবে কর আদায় করে। একটি হল প্রত্যক্ষ কর ও অপরটি হল পরোক্ষ কর। দেশের নাগরিকের আয় এবং তাঁদের সম্পত্তির উপর যে কর আদায় করা হয় তাঁকে বলা হয় প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ কর আদায় দু'রকম ভাবে আদায় করা হয়, একটি হল আয়কর এবং অপরটি হল সম্পত্তি কর। প্রত্যক্ষ করের ক্ষেত্রে নাগরিকেরা সরাসরি সরকারি কোষাগারে অর্থ জমা করেন।

READ ON APP