Hero Image

Mustafizur Rahman : 'IPL খেললে ক্ষতিই হবে...', মুস্তাফিজুরের জন্য ভারতীয় ক্রিকেট লিগের 'বদনাম' বাংলাদেশের

২০২৪ আইপিএল টুর্নামেন্টে বাংলাদেশ থেকে মাত্র একজন ক্রিকেটারই খেলার সুযোগ পেয়েছেন। আজ্ঞে হ্যাঁ, আমরা চেন্নাই সুপার কিংস দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়েই আলোচনা করছি। ২০২৪ আইপএল নিলামে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট বাংলাদেশের এই তারকা পেসারের উপর ভরসা রেখেছিল। আর চলতি মরশুমে মুস্তাফিজুর এখনও পর্যন্ত সেই ভরসার প্রতিদান দিতে পেরেছেন।
তবে IPL 2024 টুর্নামেন্টে মুস্তাফিজুরের অংশগ্রহণ নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেটে এক নয়া বিতর্ক তৈরি হয়েছে।বাংলাদেশ ক্রিকেট দলের একজন প্রাক্তন ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের আইপিএল টুর্নামেন্টে খেলা নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন। এই মরশুমে মুস্তাফিজুরকে পার্পল ক্যাপের দাবিদার বলে মনে করা হচ্ছিল। অন্যদিকে, বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার খালিদ মাহমুদ মুস্তাফিজুরের অংশগ্রহণ নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করলেন।খালিদ মাহমুদের সাফ কথা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার আগে দেশের কথা অবশ্যই মাথায় রাখা উচিত।
মুস্তাফিজুর যদি গোটা আইপিএল টুর্নামেন্ট খেলতে পারত, তাহলে আমি সবথেকে বেশি খুশি হতাম। কিন্তু, বাংলাদেশকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। আর আমাদের কাছে মুস্তাফিজুরের মতো ১০-১২ জন বোলার নেই। আইপিএল টুর্নামেন্ট থেকে শেখার মতো ওর আর কিছুই নেই। ফলে ও যদি IPL টুর্নামেন্ট খেলে, তাহলে বাংলাদেশ ক্রিকেটের আখেরে ক্ষতিই হবে। মুস্তাফিজুরকে সাপোর্ট করলেন BCB ডিরেক্টরঅন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিবি ডিরেক্টর আক্রম খান মুস্তাফিজুর রহমানকে সাপোর্ট করেছেন।
সম্প্রতি চিপক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুস্তাফিজুর বল হাতে যে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন, তা দেখে আক্রম খান যারপরনাই খুশি হয়েছিলেন। আক্রম খানের মতে, ২০২৪ আইপিএল টুর্নামেন্টে মুস্তাফিজুর যেভাবে বিশ্বের তাবড়-তাবড় ব্যাটারদের বিরুদ্ধে বল হাতে পারফরম্যান্স করেছেন, তা দেখে আশা করা যেতেই পারে যে আসন্ন টি-২০ বিশ্বকাপে ও দুর্দান্ত ফর্মে থাকবে।২০২৪ আইপিএল টুর্নামেন্টে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করছেন। পার্পল ক্যাপের দৌড়ে তিনি এখন রয়েছেন।
এবারের আইপিএল টুর্নামেন্টে তিনি ৫ ম্যাচে মোট ১০ উইকেট শিকার করেছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শুক্রবার আরও একবার মুস্তাফিজুরকে ২২ গজের লড়াইয়ে দেখতে পাওয়া যাবে।

READ ON APP