Hero Image

Vivo Pad 3 Pro: এক চার্জে চলবে 70 দিন, 11,500mAh ব্যাটারি রয়েছে ভিভো'র নতুন ট্যাবে

একগুচ্ছ ডিভাইস লঞ্চ করে সাড়া ফেলে দিল ভিভো। লঞ্চ হল এক্স ফোল্ড 3 স্মার্টফোন। তবে এই ফোনের সঙ্গে আরও একটি ডিভাইস নজর কেড়েছে সবার। এটি হল ভিভো প্যাড 3 প্রো। শক্তিশালী ব্যাটারি ক্যাপাসিটির সঙ্গে এতে পাবেন দারুণ প্রসেসর এবং স্টোরেজ। এক চার্জে 70 দিন চলবে বলে দাবি করেছে সংস্থা।ভিভো প্যাড 3 প্রো ছাড়াও এদিন TWS 4 ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাড লঞ্চ করেছে সংস্থা।
পরের মাস থেকে শুরু হবে ট্যাবের বিক্রি। বর্তমানে অনেকেই মাল্টি টাস্কিংয়ের জন্য ফোনের বদলে ট্যাব তুলে নিচ্ছেন। তাদের জন্য বিকল্প হতে পারে পারে এই ট্যাব। আসুন জেনে নেওয়া যাক ফিচার্স। ভিভো প্যাড 3 প্রো দাম ও ভ্যারিয়েন্ট3 এপ্রিল থেকে চিনে ট্যাবের বিক্রি শুরু করবে ভিভো। ভারতেও শীঘ্রই লঞ্চ হতে পারে ভিভো প্যাড 3 প্রো। এটির মোট চারটি ভ্যারিয়েন্ট রয়েছে। এগুলির দাম হল - 8 জিবি + 128 জিবি ভারতীয় মুদ্রায় 34,500 টাকা, 8 জিবি + 256 জিবি 38,000 টাকা, 12 জিবি + 256 জিবি 41,500 টাকা এবং 16 জিবি + 512 জিবি 46,000 টাকা।
আর যে ভিভো TWS 4 সিরিজ লঞ্চ করা হয়েছে তার দাম ভারতীয় মুদ্রায় 4,600 টাকা থেকে 5,500 টাকা। ভারতে এই ট্যাব এবং ইয়ারবাড কবে লঞ্চ হবে তা শীঘ্রই ঘোষণা করতে পারে সংস্থা। ভিভো প্যাড 3 প্রো ফিচার্স13 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে ট্যাবে। পাবেন 30HZ থেকে 144HZ রিফ্রেশ রেট। 900 নিটস পিক ব্রাইটনেস এবং HDR10 সাপোর্ট পাওয়া যাবে স্মার্টফোনে। মাল্টি টাস্কিং করার জন্য মিলবে Octa Core MediaTek Dimensity 9300 প্রসেসর যা 16 জিবি ব়্যাম এবং 512 জিবি ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট করে।ট্যাবে ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা।
সামনে মিলবে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে রয়েছে উন্নত অডিও সিস্টেম। 8টি স্পিকার পাওয়া যাবে ভিভো প্যাড 3 প্রো-এ। এটি কী বোর্ডের সঙ্গেও কানেক্ট হতে পারে। ট্যাবের ব্যাটারি ক্যাপাসিটি 11,500mAh যা ফুল চার্জে 70 দিন স্ট্যান্ডবাই থাকতে পারে। শুধু শক্তিশালী ব্যাটারি নয়, এতে রয়েছে 66W ফাস্ট চার্জিংও। কানেক্টিভিটির ক্ষেত্রে পাবেন USB টাইপ-সি পোর্ট, ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4 এবং এনএফসি সাপোর্ট।

READ ON APP