Hero Image

বিদেশে গিয়েও WhatsApp-এ চলবে UPI, বিরাট চাপে গুগল পে এবং ফোনপে

মেসেজিং অ্যাপের দুনিয়ায় ইতিমধ্যে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে হোয়াটসঅ্যাপ। ভারতে সবথেকে বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে এই অ্যাপেই। এবার সেখানে যোগ হতে চলেছে ইন্টারন্যাশনাল ইউপিআই পেমেন্ট সিস্টেম। বিদেশে গিয়েও হোয়াটসঅ্যাপে টাকা মেটানো যাবে বলে দাবি করেছে মেটা। যার ফলে চাপের মুখে পড়তে পারে গুগল এবং ফোনপে। 2020 সালে হোয়াটসঅ্যাপে চালু হয় ইউপিআই পেমেন্ট সিস্টেম।
চ্যাটের সঙ্গে আর্থিক লেনদেন সহজ করে তুলতে এই ফিচার এনেছে কোম্পানি। সেখানে সবথেকে বড় আপডেট যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপের পেরেন্ট কোম্পানি মেটা। হোয়াটসঅ্যাপ ইউপিআই মানুষের কাছে যাতে আরও সড়গড় হয় তার জন্য একাধিক ফিচার চালু করেছে কোম্পানি। বর্তমানে গুগল পে এবং ফোনপেতেই শুধু বিদেশে গিয়ে UPI ব্যবহার করা যায়। এক্স হ্যান্ডেলে ফিচারটির একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়েছে। ওই স্ক্রিনশট অনুযায়ী, হোয়াটস্অ্যাপ ইউপিআই যখন কেউ চালু করবে তখন ইন্টারন্যাশনাল পেমেন্টের একটি অপশন থাকবে।
তা অন/অফ করতে পারবেন ব্যবহারকারী। এটি গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপে রোল আউট হওয়া নতুন ফিচারগুলির মধ্যে অন্যতম আপডেট হতে চলেছে। বর্তমানে অনলাইন লেনদেনের ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহার করা হয় ইউপিআই। টাকার পরিমাণ কম হোক বা বেশি, ইউপিআইয়ের উপর সবথেকে বেশি ভরসা মানুষের। দ্রুত এবং সহজলভ্য হওয়ায় এই পেমেন্ট সিস্টেম বিশ্বের একাধিক দেশে চালু হয়ে গিয়েছে। ভারতের বাইরে যে সব দেশে ইউপিআই পরিষেবা চালু রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই লেনদেন করতে পারবেন। তবে ফিচারটি বর্তমানে পরীক্ষাধীন রয়েছে।
সাধারণত যে কোনও আর্থিক লেনদেনের সঙ্গে জড়িয়ে থাকে ঝুঁকি। তাই নিরাপত্তা স্তর পরীক্ষা করার পরই ফিচারটি সকল ভারতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে রোল আউট শুরু করবে মেটা। ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম গুগল পে এবং ফোনপেতেই পাওয়া যায়। তাছাড়া ইউপিআই ব্যবহারের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য রয়েছে দুই অ্যাপের। সেই দৌড়ে চ্যালেঞ্জ জানাতে চলেছে হোয়াটসঅ্যাপ। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে হোয়াটসঅ্যাপ সবথেকে বড় প্ল্যাটফর্ম। কোটি কোটি মানুষ যদি হোয়াটসঅ্যাপ ইউপিআই ব্যবহার করা শুরু করে দেয় তাহলে বিরার চাপে পড়বে গুগল পে এবং ফোনপের মতো কোম্পানি।
এখন দেখার কতদিনের ফিচারটি হোয়াটসঅ্যাপে চালু হয়। তবে এই সুবিধা পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্শন ইন্সটল করে রাখতে হবে স্মার্টফোনে।

READ ON APP