Hero Image

'মোদির গ্যারান্টি ফোর টোয়েন্টি', খোঁচা মমতার

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: লোকসভা ভোটে বাজিমাত করতে ‘মোদির গ্যারান্টি’ তুলে ধরেছে বিজেপি। বিভিন্ন সংবাদমাধ্যম ও ডিজিটাল মাধ্যমে চলছে ‘মোদি গ্যারান্টি’র প্রচার। বুধবার হুগলির দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে সেই ‘মোদির গ্যারান্টি’কে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

ব্যঙ্গের সুরে তিনি বলেন, ‘গত ১০ বছর ধরে আম আদমিকে ভাঁওতা দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী। শুধু মিথ্যা কথা বলে চলেছেন। গ্যাসের দাম, পেট্রেলের দাম রেকর্ড করেছে। বিনা পয়সায় রেশন ও চাল দেওয়ার মিথ্যা গল্প ফেঁদে চলেছেন। মোদির গ্যারান্টি বলে মিথ্যা প্রচার চলছে। মোদির গ্যারান্টি মানে ফোর টোয়েন্টি। মোদির একটাই গ্যারান্টি এবার আর ক্ষমতায় ফিরবে না।’

বাংলায় ভোটপ্রচারে এসে দুর্নীতিগ্রস্থদের জেলে পোরার হুমকি দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘বিজেপি তো দেশটাকে জেল বানিয়ে দিয়েছে। নিজেরা দেশের টাকা লুট করছে। চোর-ডাকাতদের নিজেদের ওয়াশিং মেশিনে ঢুকিয়েছে। বিজেপির মতো চোর পার্টি একটাও নেই। সারা বিশ্ব বুঝতে পারছে কী চলছে দেশে। চার দফায় বিজেপি হারছে। বাকি তিন দফাতেও হারবে। জুমলাবাজি করেও জিততে পারবে না।‘

গত ১০ বছরে মোদি সরকার কোনও কাজ করেনি বলে দাবি করে মমতা বলেন, ‘২০১৪ সালের ভোটের সময়ে জিতলে ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল। বছরে ২ কোটি ছেলেমেয়ের চাকরি হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। একজনও চাকরি পাননি। সবটাই মোদির ভাঁওতা।’ প্রধানমন্ত্রীকে ‘প্রচারবাবু’ বলে কটাক্ষ করে মমতা বলেন, ‘আমি ওঁর নাম দিয়েছি প্রচারবাবু। নিজের প্রচার ছাড়া কিছু চায় না। যে কোনও পোশাক পরে ছবি তুলে ফেলবেন। ছবি তুলতে আর প্রচার করতে ভালবাসেন। রবীন্দ্রনাথকে চেনেন না। ছবি উল্টো করে ধরেছিলেন। আর বিজ্ঞাপনে বলছে যে উনি বাংলার নেতা।’

READ ON APP