কালবৈশাখীর মহিমায় (কবিতা)

Hero Image

কালবৈশাখীর মহিমায় সামজিদা খাতুন ধীর - স্হির - গুমোট ধরা - গম্ভীর প্রকৃতি দ্যুলোকে কৃষ্ণ বর্ণ জীমূত যেন  অধিপতি  ! বৈশাখে আচমকা জলদ --দিচ্ছে সংকেত--- কালবৈশাখীর  প্রলয় - তান্ডব বজ্রনিনাদে  স্তম্ভিত বসুধা -  দক্ষিণাভিমুখী কালবৈশাখীর লহমায়  অখিল পাতায় যেন নতুন করে লেখা হয় -- আকাশ, বাতাস, সাগর - মহাসাগর - মহানগর-- মহাপল্লী কাঁদে ক্ষতিপূরণের যন্ত্রণায় !     আজ তো কালবৈশাখী নায় -- তবে কাঁদছে কেন জনজীবন হায় ! তাপপ্রবাহের নিষ্ঠুরতায়!  সেই বিচারের প্রহসন যন্ত্রণায় ---! কাঁদছে জীবন--  শিক্ষা আজ দলিত - মথিত --  অপশিক্ষার দূর্ণিবার ডঙ্কায় --- বিদ্যুতের চকিত লালিমায় --   মোড়ের মাথা, চায়ের দোকান,প্রতিবেশী হাস্যাস্বাদনের খোরাকে আলোকিত----!!!